ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভারতীয় জাল রুপিসহ যুবক আটক

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ১ লাখ ভারতীয় জাল রুপি সহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গণ্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম হোসেন আলী (৪০)। তিনি পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। জানা গেছে, ১২ এপ্রিল শনিবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী রংপুর র‍্যাব-১৩-এর একটি দল ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গণ্ডগ্রামে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ১ লাখ ভারতীয় জাল রুপি সহ হোসেন আলীকে আটক করে র‍্যাব। পরে তাকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।