ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-
এপ্রিল ১৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শহর থেকে গ্রামগঞ্জের দর্শকদের প্রিয় সিরিয়াল ছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। এর চারটি সিজনই তুমুলভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল।

 

 

আড়াই বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হলেও দর্শকরা ভোলেনি। প্রতিনিয়তই নতুন সিজনের জন্য নির্মাতা কাজল আরেফিন অমিকে নক দিতেন দর্শকরা। তাদের সেই চাওয়া মূল্য পেতে যাচ্ছে। নির্মাতা জানালেন, খুব শিগগির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসবে।

 

কদিন আগে ব্যাচেলর পয়েন্ট পাঁচ নাকি ফিমেল ৫ কোনটি দেখতে চান দর্শক, জানতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন অমি ও তার টিমের সদস্যরা। সেখানে প্রায় দুই লক্ষাধিক মন্তব্যের ৯০ শতাংশই জানিয়েছেন, আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখতে চান, পরে ‘ফিমেল ৫’ চান।

 

দর্শকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে পরিচালক অমি এক ফেসবুক পোস্টে জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ আসবে।

 


 

সুন্দরবন-২৪ এর সাংবাদিক আবু রায়হান’কে কাজল আরেফিন অমি বলেন, আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন চাচ্ছেন। গত আড়াই বছর যত পোস্ট দিয়েছি, সেখানে গিয়েছি মানুষ এটার কথা বলেছে। মানুষের এই ভালোবাসা ও আগ্রহকে এড়িয়ে যাওয়ার উপায় নেই।

 

আগামীতে সিনেমা নির্মাণ করবেন অমি। বললেন, সিনেমা করলে তার আগে আট থেকে দশ মাসের প্রস্তুতিতে যাব। তার আগে আমি দর্শকদের নতুন সিজন উপহার দিতে চাই। আমরা শুট প্ল্যানে ঢুকে গিয়েছি। কবে থেকে নতুন সিজন প্রচারে আসবে সেটাও সামনে বড় পরিসরে জানাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।