ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি-
এপ্রিল ২২, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় এক বিএনপি নেতার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার ঢাকা-ফরিদপুর মহাসড়কের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯), সোলাইমান মাতুব্বরের ছেলে হাসিবুল (১৯), ঝন্টুর ছেলে আকাশ (১৯), দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন (১৯), গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), কোতয়ালি থানার চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আসাদুজ্জামান মোল্যার ছেলে বাবু মোল্যা (১৯) এবং গন্দাখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে সোয়াদ (১৯)।


এদের মধ্যে, ফাহিম মাতব্বরের বাবা সালথা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি পদে রয়েছেন। তার চাচা লাবলু মাতুব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। রবিউল ইসলামের বাবা বিএনপির সমর্থক। এ ছাড়া বিমল কুমার সরকার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

 

ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, সরকারের বিরুদ্ধে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করছিল তারা। এ সময় অনেকেই সেখানে জড়ো হন। তারা রেললাইনসহ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশ বিশেষ ক্ষমতা আইনে আটজনসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।