ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি,নগদ টাকা স্বর্ণালংকারসহ মালামাল লুট 

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে অস্বাভাবিক ভাবে বেড়েছে  চুরি ডাকাতি  ও ছিনতাইয়ের ঘটনা।  গত বুধবার মৌচাক ইউনিয়নের বরাব এলাকায় গভীর রাতে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল।  সারা উপজেলায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের  বসত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। গত মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরিহিত ৫/৬ জনের একদল ডাকাত তার বসতবাড়িতে হানা দেয়।  প্রথমে রাতে ওই বসতবাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাত দলের সদস্যরা। এসময় আবুল কালাম আজাদ ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত সদস্যরা। পরে তারা আড়াই ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা,  দুটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। ওই বাড়ীর লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়াও এলাকাবাসী আরো জানায়, উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় প্রানহানির মতো ঘটনাও ঘটছে।ভুক্তভোগী আবুল কালাম বলেন, মুখোশ পরিহিত ডাকাত সদস্যরা বাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতর ঢুকে আমাদের  অস্ত্রের মুখে জিম্মি করে‌। পরে তারা টাকা ও  স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে চলে যায়।কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্ত তার আগেই ডাকাত দল পালিয়ে যায়।  তবে ডাকাত সদস্যদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।