ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মে ১৬, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে অপরিপক্ব ফল পাকাতে ব্যবহৃত হচ্ছে বিষাক্ত রাসায়নিক, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্রশাসনের নজরদারির অভাবে এই অনিয়ম চলছে অবাধে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ভোক্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আম লিচু কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমি ফলে পাকানোর জন্য ক্যালসিয়াম কারবাইড ও ইথিফন নামক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এসব রাসায়নিক মানবদেহে প্রবেশ করলে হজমজনিত জটিলতা, লিভার ও কিডনির সমস্যা এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, দ্রুত বিক্রি ও লাভের আশায় অনেকেই অপরিপক্ব ফল বাজারে এনে কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রি করছেন। প্রশাসনের তদারকি না থাকায় এসব কাজ দিনের পর দিন অব্যাহত রয়েছে।

একজন চিকিৎসক বলেন, “এ ধরনের রাসায়নিক যুক্ত ফল খেলে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন। এই বিষক্রিয়া ধীরে ধীরে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকে দুর্বল করে দেয়।”

জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে শিগগিরই বাজার মনিটরিং বাড়ানো হবে। তবে কবে নাগাদ অভিযান চালানো হবে, সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি।

জনসাধারণের দাবি, অবিলম্বে এই বিষাক্ত ফল বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে দোষীদের আইনের আওতায় আনা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।