ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কিশোর কিশোরীদের মেধা-মনন-সৃজনশীলতা বিকাশে দুর্গাপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Link Copied!

কিশোর কিশোরীদের মেধা-মনন ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের আগাড় অনির্বাণ শিক্ষা নিকেতনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের উদ্যোগে বৃহস্পতিবার (২২মে) দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

দুর্গাপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কিশোরী কিশোরী ক্লাবের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রূপন কুমার সরকারের সভাপতিত্বে এবং কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল বারেক,ফেরদৌস ওয়াহিদ জীবন এবং ড. রুহুল আমিন।

এই প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়,ভলিবল,ফুটবল,প্রবন্ধ,রচনা, পাঞ্জাখেলা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়।

ডিএসকে কর্মকর্তারা বলেন,এই প্রতিযোগিতার মাধ্যমে কিশোর কিশোরীদের মেধা মননের সুষম বিকাশ ঘটবে।

আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনে এই প্রতিযোগিতা উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করবে বলে সকলেই মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।