ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুরে ভাঙা চুড়া সড়কের জন্য গরুর বাজারে ক্রেতা কমার আশংকা

গাজী রাসেল আকবর, নিজস্ব প্রতিনিধি:
মে ২৪, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুরে ভাঙা চুড়া সড়কের জন্য গরুর বাজারে ক্রেতা কমার আশংকা ব্যাবসাইদের, দেশের দক্ষিণ অঞ্চলের নামকরা ব্যাবসায়িক বাজার।এখানে গরুর হাট ও ছাগলের হাট দেশের বৃহতম হাটের ভিতর একটি।হাস মুরগী, কবুতর,সাইকেল,ভ্যান,নসিমন,করিমন,পুরান মোটরসাইকেলের, ঝুড়ি, কুদাল তরিতরকারি সহ সকল পন্য এখানে পাওয়া যায়।এখানে রয়েছে কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংক।

রয়েছে আধুনিক মৎস্য আড়ত,সরকারি ভ্যাটেনারি বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ, শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়,তিনটি সরকারি প্রাইমারি বিদ্যালয় সহ অসংখ্য এনজিও প্রতিষ্ঠান রয়েছে এই বাজারটির চারপাশে। বাজারে রয়েছে অসংখ্যা ব্যাবসায়িক (৪/৫ শত বিভিন্ন পন্যর দোকান) প্রতিষ্ঠান।এই শাহপুর গরুর হাটটি প্রতিবছর ডুমুরিয়া উপজেলার সবথেকে বেশি দামে ইজারা বিক্রি হয়ে থাকে ।এ বছর (১৪৩২) ইজারা বিক্রি হয়, যার পরিমাণ ২ কোটি ১৪ লক্ষ টাকা। অথচ এই হাটটির ভীতর দিয়ে রোডস এন্ড হাইওয়ের দুটি রাস্তা রয়েছে,একটি শাহপুর টু ফুলতলা অন্য টি শাহপুর টু দৌলতপুর।

এই ভাঙ্গা চোরা রাস্তার কারনে বাজারে বেচাকেনার ধশ নেমেছে অনেক দোকানদার দোকান ছেড়ে দিচ্ছে, তারা অন্য বাজারে দোকান নিচ্ছে। চলাচল করতে খুবই অসুবিধা। রোদের সময় ধুলা আর বৃষ্টির সময় কাদা, ব্যবসায়ীরা জরর্জরবত। বৃষ্টির সময় কাদা বালিতে নিমজ্জিত দোকানের মধ্যে ও পানি । দুঃখের বিষয় এই রাস্তাদুটি সংস্কারে কোন ব্যবস্থা হয়নি হচ্ছে না । অথচ সরকার এই বাজার থেকে প্রতিবছরে ২ কোটি ১৪ লক্ষ টাকা আয় করে নিয়ে যাচ্ছে। আমি এলাকা বাসির পক্ষ থেকে সরকারের উপদেষ্টা ও রোডস এন্ড হাইওয়েরে ও সহজ বিভাগের কর্মকর্তাদের কাছে অনুরোধ ও দাবি জানাচ্ছি তাড়াতাড়ি রাস্তাদুটি সংস্কার করার জন্য । এতে জনদূভোগ কমবে এলাকায় মানুষ মুক্তি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।