ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম ছেড়ে পালাচ্ছেন ভারতীয়রা

অনলাইন ডেস্ক-
মে ৭, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

 

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের ফলে সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। সালামাবাদ গ্রামে ভারী গোলাবর্ষণের কারণে অধিকাংশ বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে সালামাবাদে প্রচণ্ড গোলাবর্ষণের ফলে গ্রামটির প্রায় পুরোটাই খালি হয়ে গেছে। বিবিসির প্রতিনিধি দল সালামাবাদ পৌঁছে দেখতে পান—এই গ্রাম এখন যেন এক ভুতুড়ে জনপদ। সকালবেলায় ছোঁড়া আর্টিলারি শেল বিস্ফোরণে একাধিক বাসিন্দা আহত হন। তাদের বারামুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও ছাই। বহু বাড়ি এখনো জ্বলছে, কিন্তু তাদের কেউ আর পাশে নেই।

গ্রামের একমাত্র প্রত্যক্ষদর্শী বশির আহমদ বলেন, গ্রামের ৮৫ শতাংশ মানুষ পালিয়ে গেছে। সরকার কিছু জানায়নি, জানলে আগেই চলে যেতাম। ওরা জানত গোলাবর্ষণ হতে পারে, তবুও আমাদের ফেলে রেখেছে।

সালামাবাদ বহু বছর ধরে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের শিকার। তবে ২০২১ সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। গ্রামে আবার শুরু হয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু আজকের গোলাবর্ষণের পর সেই স্বস্তি যেন এক মুহূর্তে উড়ে গেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৪টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালিয়েছে। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।

মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে চালানো হামলায় তিনজন নিহত হন, আহত হন এক মেয়ে ও এক ছেলে। কোটলির আব্বাস মসজিদে হামলায় নিহত হন ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে, আহত হন এক মা ও তার মেয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান এবং অবন্তীপুরে দুটি বিমান গুলি করে নামানো হয়েছে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পরমাণু শক্তিধর দু-দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং চীনসহ বিভিন্ন দেশের নেতারা অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

এই সংঘর্ষের ফলে সীমান্তবর্তী এলাকাগুলোর সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সালামাবাদসহ বিভিন্ন গ্রামে বাসিন্দারা নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।