শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত আকাশ ও এফিলিস হাগিদক এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। অসহায় এ দুই পরিবারকে দেন অর্থনৈতিক সহযোগিতা।
বুধবার (২১ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও ও বড় গজনী গ্রামে তাদের বাড়িতে গিয়ে এ দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি নিহতদের জন্য দোয়া মাহফিল আয়োজন করার জন্যে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। তবে আপনাদের প্রয়োজনে সাধ্যমত আমরা সবাই পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।
মানুষ ও বন্য হাতির দ্বন্ধ নিরসন বিষয়ে এ সাবেক সংসদ সদস্য আরও বলেন, হাতির নিরাপদ অভয়ারণ্য এবং পর্যাপ্ত খাবারের অভাবই এই সংঘাতের মূল কারণ হতে পারে। তাই আগামী দিনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে হাতির জন্য আলাদা অভয়ারণ্য ও পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা হবে। এছাড়া মানুষ ও বন্য হাতি রক্ষায় প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গতকাল ২০ মে মঙ্গলবার দিবাগত রাতে ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে অটোভ্যান চালক মো. আজিজুর রহমান আকাশ ও সিএনজিচালিত অটোরিকশা চালক এফিলিস হাগিদক মারা যান। তাদের মৃত্যুর ঘটনায় গারো পাহাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।