খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে আগামী শনিবার (১৭ মে) খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে মোংলায় প্রচার মিছিল করেছে যুবদল।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় যুবদল ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শহরে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরণের কাজ করবে তাঁর সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান। এ সমাবেশে তরুণদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাই এমন আয়োজন যুব সমাজের জাগরণে বড় ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবদলনেতা মজিবুর রহমান মঞ্জু, মোংলা কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ, মোংলা পৌর ছাত্রদলের সদস্য সচিব মীর সাগর, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মো: সোহেল মাহমুদ রানা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ইমরান হোসেন ডালিম, যুবদল নেতা মাজারুল ইসলাম মিলন, সবুজ বিপ্লব ভূইয়া, কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, বায়জিদ হোসেন, মাসুম,শুক্কুর, ছাত্রদল নেতা শাওন,সাগর নিলয়,রাকিব,খায়রুলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।