ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনায় সংঘর্ষ, অস্ত্রসহ আটক ৫

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলায় মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত অবস্থায় সরদার বংশের একজন শেখ বংশের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৬ মে) বিকেলে হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন – কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের নান্নু রহমান (৫৫), সাইমন সরদার (৩২), এস এম আরিফুজ্জামান (৩০), মজিবর রহমান (৭০), সেজন সরদার দ্বীপ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতর ওই বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভেতর দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এর ফলে একজন আহত হয়।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি, তিনটি টেঁটা, একটি হকিস্টিক, তিনটি রামদা, দু’টি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অস্ত্রসহ সেনাবাহিনী পাঁচ আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।