বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে অভিযান জোরদার ও মৎসঘের দখল এবং সরকারী রেকর্ডীয় খাল দখলাদারেরা এখনও বেপরোয়া। তাদের বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্শন করেন। এছাড়াও বাজার মনিটরিংসহ মূল্য তালিকা বাধ্যতামূলক দৃশ্যমান করার দাবি জানানো হয়। উপজেলার বিভিন্ন স্থানে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্যও অবহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা ও আইনশৃঙ্খলা আরো উন্নতি করতে ওসি আতিকুর রহমানকে আইনগত ব্যাবস্থা নিতে নির্দেশ দেন।
এ সময় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল সরকারী কলেজের শরীর চর্চা শিক্ষাক মো. তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ। সভায় সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।