ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

Link Copied!

‘‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির মাঠ প্রাঙ্গণে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায়, বীরগঞ্জ সিডিপির হেলথ অফিসার শাহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিডিসির চেয়ার পারসন প্রফুল্ল কর্মকার । তিনি বলেন ডায়াবেটিসের ঝুঁকি থেকে নিজেকে রক্ষার জন্য জীবনাচরণ ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

 

ডায়াবেটিস একটি বিপাকীয় ব্যাধি। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় এবং এর ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলাদেশসহ পুরো বিশ্বেই দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির মেডিকেল অফিসার ডাঃ মেরাজুল ইসলাম । অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির সিএমসি লিডার তাহমিনা বেগম ও কো-অপারেটিভ অফিসার রেজাউল ইসলাম সহ আরো অনেকে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।