ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,সভাপতি আবু দাউদ,সাধারণ সম্পাদক শফিকুল,সাংগঠনিক সম্পাদক শামীম

Link Copied!

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারার পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সর্ম্পন্ন হয়েছে। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ। এ সময় সহ-সভাপতি হিসাবে মনিরুল ইসলাম খাঁন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নামও ঘোষনা করা হয়। এর আগে সকাল ১০টায় ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভেড়ামারা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহাবায়ক কুতুব উদ্দীন আহমেদ। ভেড়ামারা পৌর বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রধান বক্তা হিসাবে এবং ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, ত্যাগী রাজনৈতিক এ্যাড তৌহিদুল ইসলাম আলম’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী। ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মখলেছুর রহমান’র উপস্থানায় অনুষ্ঠিত কাউন্সিলে অংশ নেন, ভেড়ামারা উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব শাজাহান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বিশু, আবুল কালাম আজাদ আবুল, ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবাব হোসেন, বিএনপি নেতা আনোয়ারুল আজীম বাবু, আব্দুল হান্নান, বদিউজ্জমান বাদল, আব্দুল আজীজ কমিশনার, জাহিদুল ইসলাম রঞ্জু, আনিসুজ্জামান, সাইফুল আলম, রোকন, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, যুবদল নেতা হাফিজুর রহমান জিন্নাহ, নজিবুল হক সুমন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।