ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দর জেটিতে একসঙ্গে চার বিদেশি বাণিজ্যিক জাহাজ

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-
মার্চ ২৪, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের জেটিতে একই দিনে নোঙর করেছে পণ্য বোঝাই চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ।

আজ সোমবার সকালে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ৪ হাজার ৮৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার। একই সময়ে বন্দরের ৬ নম্বর জেটিতে ৫ হাজার মেট্রিক টন গুড় নিয়ে নোঙর করে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি মেরিগোল্ড। বন্দরের ৭ নম্বর জেটিতে ১৯ হাজার ৭০ দশমিক ৪১০ মেট্রিক টন স্টিলের পাইপ নিয়ে নোঙর করে হংকংয়ের পতাকাবাহী জাহাজ এমভি হ্যানহুই। এবং বন্দরের ৮ নম্বর জেটিতে ১৭ হাজার ৬৯ দশমিক ৬৯ মেট্রিক টেন মেশিনারিজ পণ্য নিয়ে নোঙর করে বারবাডোসের পতাকাবাহী জাহাজ এমভি আনকা ব্লু।


বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (মিডিয়া) মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের জেটিতে একই দিনে নোঙর করার পাশাপাশি বন্দরের ধারণক্ষমতার মধ্যে বর্তমানে আরও ১৪টি জাহাজ অবস্থান করছে। এরমধ্যে পশুর চ্যানেলের বেসক্রিস, হারবারিয়ার বিভিন্ন পয়েন্টে মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও গ্যাসবাহী এসব জাহাজ অবস্থান করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।