ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হান্ড্রেডের নিলামে ঝড় তুলতে প্রস্তুত ২৯ বাংলাদেশি, শীর্ষে সাকিব!

স্পোর্টস ডেস্ক-
মার্চ ৭, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া আসর দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার! সবার চোখ এখন সাকিব আল হাসানের দিকে, যিনি রয়েছেন অন্যতম শীর্ষমূল্যের ক্যাটাগরিতে। তবে এবার কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার অংশ নিচ্ছেন না। ১২ মার্চ অনুষ্ঠিতব্য ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য নির্ধারিত হবে।

 


 

প্রভাবশালী অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার পাউন্ড, যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। যদিও তার বোলিং নিষিদ্ধ রয়েছে, তবুও তিনি দ্য হান্ড্রেডের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।

তার পরেই আছেন রিশাদ হোসেন, যার ভিত্তিমূল্য ৬৩ হাজার পাউন্ড। এছাড়া ৫২ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন তারকা—লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী।

৪১ হাজার ৫০০ পাউন্ডের ভিত্তিমূল্যে তালিকায় রয়েছেন: তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

 

 

 

এ ছাড়া নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়া তালিকায় আছেন আরও ২০ জন বাংলাদেশি ক্রিকেটার, যাদের মধ্যে উল্লেখযোগ্য: খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রনি তালুকদার, মোহাম্মদ সাইফউদ্দিন

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফট, যেখানে ৮ দলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বের সেরা ক্রিকেটাররা। এবার ইংল্যান্ডের ২৭০ জন ও বিদেশি ৩৫০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এটি বড় সুযোগ, তবে কোচ ও মালিকদের পছন্দের তালিকায় কারা জায়গা করে নিতে পারেন, তা জানতে অপেক্ষা করতে হবে নিলামের দিন পর্যন্ত!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।