ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১ জন

Link Copied!

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ড্রেনের পানি ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন আহত হয়েছেন।বুধবার ২১ মে সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং– পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া বঙ্গভিটা গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত গফফর আলী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, (২১ মে ) বুধবার সকালে ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে বঙ্গভিটা গ্রামের গফফর আলীর সঙ্গে একই গ্রামের রহিম উদ্দিন ও হাসিনা বেগম,কালু , মামুন এর লোকজনের কথা কাটাকাটি হয়। তাঁর আগে ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে বাক বিতণ্ডা বাঁধে। এর জেরে ২১ মে বুধবার সকালে কথা কাটাকাটি হয়লে গফফার আলীর , সঙ্গে রহিম উদ্দিন, হাসিনা বেগম, কালু, মামুন এর পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে ২ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গফফার আলী গুরুত্বর আহত হন। এই বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ওকত আলী বলেন ড্রেনের পানি ফেলাকে কেন্দ্র করে ২ পক্ষের লোকজনের সংঘর্ষের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।