ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরো
  7. ইসলাম ও ধর্ম
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খুলনা-বিভাগ
  11. খেলাধুলা
  12. চট্রগ্রাম-বিভাগ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঢাকা-বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে হায়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

হারুন শেখ, রামপাল প্রতিধিনি-
মে ২৪, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে হায়রানিমূলক মামলায় জর্জরিত মানিকনগর গ্রামের বাসিন্দারা এক মানববন্ধন করেছেন। শনিবার বিকাল ৪ টায় অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীতে মানিকনগর সরকারি রাস্তার উপরে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, মানিকনগর গ্রামের মৃত দাউদ আলীর ছেলে ভূমিখোর, মাদক কারবারী, মামলাবাজ ও আওয়ামী দোষর কামাল শেখ রিপন একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সে জোরপূর্বক সরকারি জায়গা দখল করে দোকান ঘর বেঁধে জমি দখল করে আসছেন। তাকে এসব অপকর্ম বন্ধ করতে নিষেধ করায় তিনি এবং তার স্ত্রীকে দিয়ে এ পর্যন্ত ৪ টি মামলা করেন। এলাকাবাসীর অভিযোগ করেন, কেউ তার অপকর্ম নিয়ে প্রতিবাদ করলেই তিনি মামলা ঠুকে দেন। সর্বশেষ ওই কামাল হোসেন বাগেরহাটের বিজ্ঞ আমল আদালতে দ্রুত বিচার আইনে পি-১০/২৫ নং একটি মামলা করেন। মামলায় রিপন ২০ লক্ষ টাকা চাঁদা দাবী ও রাতের অন্ধকারে দোকান ভাংচুর করে ১০ লক্ষ টাকা এবং জমির শ্রেণী পরিবর্তন করে আরও এক লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ তোলেন।

ভুক্তভোগী মো. সাহিনুল ইসলাম জানান, আমিসহ মিলন, সেলিম বাপ্পি, মুজিবর ও মাহাফুজ শেখসহ ১৫ জন কে আসামী করেছে রিপন। রাতের অন্ধকারে কে বা কারা সরকারী জায়গার দোকান সরিয়ে নিয়েছে তা আমি জানি না। অথচ একের পর এক আমাকে আসামী করা হচ্ছে। রামপালের এসিল্যাড আফতাব আহমেদ মহোদয় সরোজমিনে এসে নোটিশ করে সরকারি রাস্তার জায়গা দখলে রাখার জন্য ক্ষোভ প্রাকাশ করেন এবং সরকারি জায়গা ছাড়তে নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন রিপনের ব্যবহৃত ০১৭৩২০৫০৫০৫ নম্বরে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীরা উর্ধতন পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।