নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় সাজাদুল হক মন্ডল ওরফে সাজাদ (৬৮) নামে নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজাদুল হক মন্ডল সাজাদ উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের মৃত জাছের আলী মন্ডলের ছেলে। তিনি উপজেলার কালীগ্রাম ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা সাজাদুল হক মন্ডল সাজাদকে গ্রেফতার করা হয়। সাজাদ উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।