বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলার এক ইঞ্চি মাটিও ভিন দেশিদের ব্যবহার করতে দেয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়।
গণসমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ আয়োজন হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।
পরে মামুনুল হক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষ থেকে রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া ছয়টি নির্বাচনী আসনে তার দলের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে হযরত মাওলানা জোবায়ের আহাম্মদ আনছারী( রহঃ) এর সূযোগ্য পুত্র হাফেজ মাওলানা সাইদুল্লা বিন আনসারীর নাম ঘোষনা করাহয়। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসন থেকে মাওলানা মনিরুল ইসলাম খন্দকার। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে মাওলানা মুফতি মহসিনুল হাসান। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে মাওলানা কাজী মইনুদ্দীন। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে মাওলানা আব্দুল মজিদ। তিনি সমাবেশ থেকে আগামী নির্বাচনে রিক্সা প্রতিকে ভোট দেয়ার জন্য সকলের কাছে আহবান জানান।